Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মৃত ও আক্রান্ত আইনজীবীদের তথ্য চেয়েছে বার কাউন্সিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনায় আক্রান্ত এবং মৃত আইনজীবীদের তালিকা চেয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ বার কাউন্সিল’। এ লক্ষ্যে দেশের সব আইনজীবী সমিতিকে নোটিশ করেছে সংস্থাটি। গতকাল বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ পদমর্যাদার) মো. রফিকুল ইসলাম এ নোটিশ দেন। 

নোটিশে বলা হয়, আপনার সমিতির যে সকল আইনজীবী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন তাদের তালিকা ছক মোতাবেক বাংলাদেশ বার কাউন্সিলে জরুরিভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বার কাউন্সিলের নোটিশটি সকল জেলা বারে পাঠানোর বিষয়ে সার্বিক তত্ত্বাবধান করছেন বাংলাদেশ বার কাউন্সিলের ‘হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটি’র চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল। তবে কি উদ্দেশ্যে এ তথ্য চাওয়া হয়েছে তা পরিষ্কার করা হয়নি নোটিশে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ