বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগম স্থানে নির্মাণ করা হচ্ছে মনোমুগ্ধকর লাইব্রেরী ও পাঠাগার। জ্ঞান চর্চার জন্য লাইব্রেরীগুলো থাকবে শিক্ষার্থী ও জনসাধারণের জন্য উম্মুক্ত। ঐতিহ্যবাহী চারটি শিক্ষা প্রতিষ্ঠান ও পাঁচপীর বাজারসহ পাঁচটি লাইব্রেরী ও পাঠাগার নির্মাণের কাজ হাতে নিয়েছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এরই মধ্যে উপজেলার ঐতিহাসিক এলাকা পাঁচপীর বাজারে একটি লাইব্রেরী ও পাঠাগার নির্মাণ কাজ শেষ পর্যায়ে। পর্যায়ক্রমে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধুবনী ডিগ্রী কলেজ,শোভাগঞ্জ ডিগ্রী কলেজ,সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ ও এম.আই পাটোয়ারী পলিটেকনিক ইন্সটিটিউটে লাইব্রেরী ও পাঠাগার নির্মাণ করা হবে। এসব রাইব্রেরী ও পাঠাগার নির্মাণ করা হবে এমপির বিশেষ বরাদ্দের টিআর প্রকল্পের অর্থায়নে। লাইব্রেরীগুলোতে ওয়াই-ফাই ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার সরবরাহের ব্যাবস্থাও থাকবে। থাকবে বিভিন্ন শ্রেণির পাঠকের জন্য বিভিন্ন রকমের মূল্যবান বই। এমপির বিশেষ সহকারী নুর মোহাম্মদ রাফী এতথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান,প্রতিটি লাইব্রেরী ও পাঠাগার নির্মাণে প্রায় ৬ লাখ টাকা ব্যয় হবে। জ্ঞান চর্চার কেন্দ্র বিন্দু এসব লাইব্রেরী ও পাঠাগার নির্মাণে শিক্ষানুরাগী এমপি শামীমের এ মহৎ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।