Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যার শংকায় আতংকিত পুর্ব বগুড়ার মানুষ

যমুনায় পানি বিপদ সীমার ওপরে

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ৩:৫০ পিএম

বর্ষার ধারাবাহিক বর্ষনের পাশাপাশি ভারতীয় ঢলের পানিতে বন্যার শংকায় আতংকিত এখন পুর্ব বগুড়ার মানুষ। পুর্ব বগুড়ার ৩টি উপজেলার মধ্যে সোনাতলা, সারিয়াকান্দির পুর্ব তীর ঘেঁষে প্রবাহিত হচ্ছে যমুনা এবং বাঙালী নদী । নিয়মিত বর্ষনের পাশাপাশি উত্তরপুর্বাঞ্চলের ভারতীয় অংশের ঢলের পানিতে যমুনা ও বাঙালী নদীর পানি প্রতিদিন বাড়ছে হু হু করে।
সোমবার বগুড়ার যমুনা নদীর পানি বিপদসীমা ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান। তিনি জানান, রাববারসন্ধ্যা ৬টায় সারিয়াকান্দির মথুরাপুর পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ১২ ঘন্টার ব্যবধানে পানি বৃদ্ধির চলমান হার বন্যার ইংগীত বহন করছে বলে মনে করছেন বগুড়াপাউবোর কর্মকর্তারা।
বগুড়া পানি উন্নয়নবোর্ড সুত্রে জানা যায়, যমুনা নদীতে বিপদ সীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। সোমবার সকাল ৬টার হিসাব অনুযায়ী নদীর ১৭ দশমিক ২৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
জেলা পাউবো ও সোনাতলা সারিয়াকান্দি উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ইতোমধ্যেই যমুনার ঢলে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি, হাটশেরপুর, কাজলা, কর্নিবাড়ি, বোহাইল, চন্দনবাইশা, কামালপুর, কুতুবপুর ইউনিয়ন এবং ধুনট উপজেলার ভান্ডারবাড়ি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে পাট, আউশ ধানসহ বিস্তির্ণ ফসলের ক্ষেত। বাধ্য হয়ে কৃষকেরা ক্ষেতের অপরিপক্ক পাট গাছ কাটতে শুরু করেছেন। এছাড়া চর এলাকার কিছু কিছু বাড়ি ঘরে পানি উঠতে শুরু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ