Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই মাস বাইশ দিন পর ভারত থেকে ফিরলেন সাতক্ষীরার ৯ পাসপোর্ট যাত্রী

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ৩:৪৮ পিএম

করোনায় দীর্ঘ দুই মাস বাইশ দিন বন্ধের পর ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী আসা শুরু হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত ভারতে অবস্থান করা ৮ জন সাতক্ষীরার নাগরিক ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল শেষ পাসপোর্টধারি যাত্রীরা দেশে আসার সুযোগ পেয়েছিলেন। ৭ এপ্রিল থেকে বিজিবি’র আপত্তির কারনে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রী আসা বন্ধ হয়ে যায়।
ভোমরা বন্দরের ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ সরকার বলেন, ভারত থেকে ২ মাস ২২ দিন পর পাসপোর্টধারী যাত্রীরা ফিরতে শুরু করেছেন। এদের সকলের বাড়ি সাতক্ষীরার বিভিন্ন এলাকায়। ভারতের স্বাস্থ্য সনদ দেয়ার পর তাদের গ্রহণ করা হয়েছে। ভারত ফেরত কারো শরীরে যদি কোনো উপসর্গ থাকে চিকিৎসকের মাধ্যমে তাদের হোম করেন্টাইন নিশ্চিত করা হবে তিনি জানান।
এদিকে, গত ১৩ মার্চ থেকে ভারত সরকার সেদেশে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারী করে। যা এখনো বহাল রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ