Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রী, সন্তানসহ করোনায় আক্রান্ত ইউএনও

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ১২:০১ এএম

রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো, স্ত্রী ডা. শাপলা রাণী (২৬) ও ছেলে শ্রীশান্ত মাহাতো (৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত শনিবার রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
এর আগে গত বৃহস্পতিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় নমুনা পরীক্ষায় তানোর উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও সুশান্ত কুমার মাহাতো করোনায় পজিটিভ হন। গত শনিবার রাতে তার স্ত্রী ডা. শাপলা রাণী এবং ছেলে শ্রীশান্ত মাহাতো করোনার টেস্টে পজিটিভ ফল আসে। তারা এখন সকলেই তানোর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।
এদিকে ইউএনও সুশান্ত কুমার মাহাতোর সংস্পর্শে থাকা উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর এএইচএম ফেরদৌস জামান সিদ্দিকীও করোনাভাইরাসে আক্রান্ত হন। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম থেকেই তানোর উপজেলায় প্রতিদিন মাঠে ছিলেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউএনও

১৭ নভেম্বর, ২০২১
৮ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ