Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে যুবলীগনেতা মরহুম ইয়াছিনের কবরে শ্রদ্ধাঞ্জলি

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ৮:৫১ পিএম

রামগড়ের যুবলীগ নেতা মরহুম ইয়াছিন এর ২১তম মৃত্যুবার্ষিকীতে “ইয়াছিন স্মৃতি পরিষদ” ও তৎকালীন উপজেলা আ’লীগ সভাপতি- মুক্তিযুদ্ধা সংগঠক- এবং বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতান আহম্মদ এর ২৩ তম মৃত্যুবার্ষিকীতে “সুলতান আহম্মদ স্মৃতি পরিষদ” এর পক্ষ থেকে মরহুমের কবরে ২৮ জুন (রবিবার) সকাল ১০টায় পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, বাদজুমায় বিভিন্ন মসজিদে মিলাত ও দোয়া মাহফিল, কালো ব্যাজধারন করা হয়। এসময় উপস্থিত থেকে পুষ্পমাল্য ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন পৌর আ’লীগরে সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, কাউন্সিলর- পৌর প্যানেল মেয়র ১ মো: আহসান উল্ল্যাহ, কাউন্সিলর বিষু দত্ত-শামীম,খাজা নাজিম উদ্দিন, শাহআলম, যন্তুু পাল, সুমন বড়–য়া, শ্যামল ত্রিপুরা, মজনু আহম্মেদ রিপন ত্রিপুরা, ভবতোষ দেবনাথ,শামছুল উদ্দিন মিলন, কিশোর দেবনাথ, মো.মাসুদ রানা, মুক্তিযোদ্ধা বাহার উল্ল্যাহ। উল্লেখ্য- ১৯৯৯ সালের ২৮ জুন বিকেলে এই দিনে রামগড় জালিয়াপাড়া প্রধান সড়কের মাহবুব নগর এলাকায় নৃশংসভাবে গুলি করে এবং জবাই করে হত্যা করা হয়েছিল যুবলীগ নেতা মোহাম্মদ ইয়াছিনকে। এ হত্যা ঘটনায় অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার সহ বিচারাধীন বিচার র্কায দ্রুত সম্পাদনের জন্য ইয়াছিন স্মৃতি পরিষদ ও সুলতান আহম্মদ স্মৃতি পরিষদ এবং রামগড় উপজেলা আ’লীগ যুবলীগ ও সহযোগী সংগঠনসহ পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ