বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে সীমান্তবর্তী এলাকা নাগেরচালা বাজারে সন্ত্রাসী হামলায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবুল হাশেম দূর্জয় গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নাগেরচালা বাজারে। ৫-৬জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে দূর্জয়ের মাথা ফাটিয়ে দেয় এবং বাম পা ভেঙ্গে দিয়েছে। আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর হাসপাতালে পরে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে দূর্জয় চিকিৎসা নেয়। আবুল হাশেম দূর্জয় জানায়,সে বিগত উপজেলা নির্বাচনে বিকল্প ধারা বাংলাদেশ মনোনীত প্রার্থী হয়ে কুলা প্রতীকে নির্বাচন করে। সে জাতীয় যুক্তফ্রন্টের সদস্য,নতুন প্রজন্ম জাতীয় ঐক্য পরিষদের আহবায়ক,ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন একটি মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং পল্লী টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি। আহত দূর্জয় জানায়,সে নিজ স্বার্থে নয়,দেশের জাতির স্বার্থে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। সম্প্রতি সে অমুক্তিযোদ্ধা টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল) আসনের এমপি এড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের ও উপজেলা আ.লীগ সভাপতি কুতুব উদ্দিন সম্পর্কে প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নিকট লিখিত অভিযোগ করেছে। স্থানীয় আফজাল মেম্বারের চাল চুরি,মাটি কাটা,বনবিভাগের প্লট বরাদ্দে ঘুষ-দুর্নীতির প্রতিবাদ করে ফেসবুকে বিভিন্ন সময়ে স্ট্যাটাস দিয়েছে। এসব কারনেই তার উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে বলে দূর্জয় অভিযোগ করেছে। তবে সন্ত্রাসীদের সে চিনতে পারেনি বলে জানায় এবং গুরুতর আহত হওয়ার কারনে থানায় অভিযোগ করতে পারেনি। সুস্থ হয়েই থানায় মামলা দায়ের করবে। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন,থানায় কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।