Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বাপ্পী হত্যা মামলার ১০ আসামি গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ৭:০৪ পিএম

খুলনা মহানগরীর খালিশপুরে গণপিটুনিতে নিহত বাপ্পী (২৮) হত্যা মামলার ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে খালিশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন- মো. সুজন (২৬), মো. পলাশ (২৪), মো. সুমন (৩০), শাহিন (৩৫), ফারমান (২৪), সেলিম (২৬), মঈন (২৫), নওশাদ (২৫), ছেদি (২৩) ও ইরফান (২০)।
খুলনা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার জানান, খালিশপুর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টার দিকে মহানগরীর খালিশপুরের এক নম্বর বিহারী কলোনি এলাকায় বাপ্পী চাপাতি নিয়ে স্থানীয় এক ব্যক্তির ওপর হামলা চালান। এ সময় স্থানীয় লোকজন তার হাতের চাপাতি কেড়ে নিয়ে তাকে গণপিটুনি দেয়। এতে বাপ্পী গুরুতর আহত হন। পরে গত ১৮ জুন চিকিৎসাধীন অবস্থায় বাপ্পী মারা যান। এদিনই বাপ্পীর স্ত্রী রানী খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ