বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর বাউফল উপজেলায় গাছ কাটতে গিয়ে শহিদুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সুর্য্যমনি ইউনিয়নের রহমতনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগন তাঁতেরকাঠী গ্রামের লালু মৃধার ছেলে।
স্থানীয়রা জানান, রহমতনগর গ্রামের চুন্নু মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে গাছ কিনেন উপজেলার নুরইনপুর গ্রামের গাছ ব্যবসায়ী আব্দুল ওয়াজেদ খাঁ। শ্রমিক শহিদুল রবিবার সকালে ওই গাছ কাটতে গাছে উঠলে অসর্তকতা বশতঃ গাছ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বাউফল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।