বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বহুল সমাদৃত জাতীয় পত্রিকা দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন এর বিরুদ্ধে জনৈক আইনজীবী কর্তৃক ডিজিটাল আইনে মামলা দায়েরের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, নেজামে ইসলাম পার্টি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম
প্রমুখ।
একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে মামলা সংবাদপত্রের স্বাভাবিক স্বাধীনতাকে নস্যাৎ করার অপতৎপরতার অংশ। হয়রানিমূলক মামলা দিয়ে ইনকিলাবের কন্ঠরোধ করা যাবে না। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।