Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর দশমিনার আলীপুরা ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ৫:১৭ পিএম

পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিজিডির চাল আত্মসাৎ সহ একাধিক অভিযোগে প্রমানিত হওয়ায় বরখাস্ত করা হয় তাকে।
রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি চাল বিতরন না করে ভূয়া সই গ্রহন,ভিজিডি উপকার ভোগীদের ভিজিডি কার্ড অসৎ উদ্দেশ্যে নিজের কাছে জমা রাখা,চাল বিতরনে দিন ক্ষন ট্যাগ অফিসারকে অবহিত না করা,সুবিধা ভোগীদের সাথে অসাদাচারন এবং চাল বিতরনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্যদেরকে সময়মত সর্ম্পৃক্ত না করে চাল বিতরনের অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. হেমায়েত উদ্দিনকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করে ১৭ জুন তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন।

পরবর্তিতে স্থানীয় তদন্তে উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২১ জুন অভিযুক্ত চেয়ারম্যান বাদশা ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জেলা প্রশাসক কার্যালয় থেকে পত্র প্রেরন করা হয়।

২৪ জুন চেয়ারম্যান বাদশা ফয়সালকে সাময়িক বরখাস্ত করে একটি প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। যা রোববার সকালে প্রকাশ্যে আসে।

এ বিষয়ে আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদ বলেন, বরখাস্তের বিষয়টি অফিসিয়ালভাবে তিনি জানেন না।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. হেমায়েত উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,উক্ত চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রনালয় থেকে চিঠি জারী হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ