Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন পরিস্থিতি অবনতি অব্যাহত

আরো এক জনের মৃত্যু আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ৩:৪১ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন পরিস্থিতি পুনরায় অবনতি অব্যাহত রয়েছে। রবিবার দুপুরের পূর্বববর্তি ২৪ ঘন্টায় পিরোজপুরের ভান্ডারিয়াতে আরো একজনের মৃত্যু ও দক্ষিণাঞ্চলে ৬ জেলায় নুতন করে ১২৯ জন আক্রান্তের খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। যা আগের দিন ছিল ১১০ জন। ফলে দক্ষিণাঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা আড়াই হাজার অতিক্রম করে এখন ২ হাজার ৬০৯। মৃতের সংখ্যা দাড়াল ৫৪ জনে। তবে এ সময়ে বরিশালে ১৩, বরগুনাতে ৯ ও ভোলাতে একজন সহ মোট ২৩ জন সুস্থ হয়ে উঠেছেন বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। ফলে এ অঞ্চলে মোট সুস্থ কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬৮৩ বলে জানা গেছে।
আক্রান্তের তালিকায় রবিবার দুপরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল জেলার অবস্থান যথারিতি শীর্ষেই রয়েছে। সংখ্যাটা ৪৪। এর মধ্যে মহানগরীতেই আক্রান্ত প্রায় ৩৩ জন। যা শুক্রবারে ছিল ২১ ও বৃহস্পতিবারে ৩০। এ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছে। যারমধ্যে মহানগরীতেই আক্রান্ত প্রায় ১৩শ। জেলায় মৃত্যু হয়েছে ২০ জনের । মহানগরীতে মৃতের সংখ্যা ১১। আক্রান্তদের মধ্যে পুলিশ, শের এ বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের সংখ্যাই যাথারীতি শীর্ষে রয়েছে। এছাড়াও বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক কর্মীরাও রয়েছেন আক্রান্তের তালিকায়। এখনো প্রতিদিনই মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ পুলিশ বিভাগের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগন আক্রান্ত হচ্ছেন। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকার সাধারন মানুষের আক্রান্তের সংখ্যাও ক্রমশ বাড়ছে। এনগরীতে এখন আর স্বাস্থ্যবিধি বলতে কিছু অবশিষ্ট নেই।
গত ২৪ ঘন্টায় বরগুনাতে আরো ২৭ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২১৪। মোট মৃত্যু হয়েছে দুজনের। এসময়ে ভোলাতে আক্রান্তের সংখ্যা ছিল ২৪। মোট আক্রান্ত ২৬০। মৃত্যু হয়েছে ৩ জনের। পিরোজপুরের ভান্ডারিয়াতে গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু সহ নুতন করে আক্রান্ত হয়েছে ২১ জন। ফলে এ জেলাটিতে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাটা দাড়িয়েছে যথাক্রমে ১৯৪ ও ৫-এ। পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় নুতন করে ১২ জন আক্রান্ত হয়েছে। ফলে এ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩২৬। মৃত্যু হয়েছে ১৬ জনের। অপরদিকে ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ছিল ১জন। মোট আক্রান্তের সংখ্যা ১৯৩। মৃত্যু হয়েছে ৮জনের।
দক্ষিণাঞ্চলের প্রতিটি জেলাতেই এখনো মৃত্যুহার যেমনি বেশী, সুস্থ্যতার হার তেমনি কম। বিভাগের ৬ জেলায় ২ হাজার ৬০৯ জনের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৬৮৩ জন।
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ও করেনা ওয়ার্ডে রবিবার সকাল পর্যন্ত ১১৬ জন চিকিৎসাধীন ছিলেন। যার মধ্যে করোনা ওয়ার্ডেই সংখ্যাটা ৫৫। হাসপাতালের এ দুটি ওয়ার্ডে এপর্যন্ত ৬০৬ জন ভর্তি হলেও ছাড়পত্র পেয়েছেন ৪০৪ জন। আর মৃত্যু হয়েছে ৮৬ জনের। যারমধ্যে করোনা ওয়ার্ডেই মারা গেছেন ৩১জন। আইসোলেশন ওয়ার্ডে মৃত ৫৫ জনের মধ্যে ৭ জনের রক্তের নমুনার ফল এখনো পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ