পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যত দিন যাচ্ছে ততই ভয়াবহ হচ্ছে বগুড়ার করোনার পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা। সরকার ঘোষিত রেডজোনে থাকা এলাকা হলেও প্রতিনিয়ত সংক্রমণের এমন ঊর্ধ্বগতির হার ক্রমেই দুশ্চিন্তা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
গতকাল শনিবার বগুড়ায় সংক্রমিত হয়েছেন আরও ৬৭ জন। এতে সংক্রমিতর সংখ্যা বেড়ে ২৬৬৯ জনে উন্নীত হয়েছে। বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি বলেন, গত ১ এপ্রিল থেকে বগুড়ায় এখন পর্যন্ত ১৪৬২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ৩২২ জন। আক্রান্ত, সুস্থতা ও মৃত্যু তিন সূচকেই এগিয়ে আছে এ জেলা।
বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার মোট ৩০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫ শিশুসহ ৬৭ জনের করোনা পজিটিভ ফলাফল আসে।
তথ্য অনুযায়ী, শজিমেকে গত শুক্রবার পরীক্ষা করা ১৭৭টি নমুনার মধ্যে ১৮টি পজিটিভ এবং টিএমএসএসের পিসিআর ল্যাবে ১২৮টি নমুনায় পজিটিভ আসে ৪৯ জনের।
স্বাস্থ্য বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, বগুড়ায় এ পর্যন্ত ৩ জন সাংবাদিক, ১ জন পুলিশ সদস্যসহ ৪৭ জন মারা গেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন বগুড়ার আর ডিএ ডিজি আমিনুল ইসলাম, বগুড়ার সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (বগুড়া সদর) ডা. সামির হোসেন মিশু, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) গাজীউর রহমান, বগুড়া প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সেক্রটারি জে এম রউফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।