Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষিঋণ নীতিমালা ঘোষণা রোববার

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : চলতি ২০১৬-১৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা আগামী রোববার ঘোষণা করা হবে। ইতোমধ্যে এটি প্রায় চ‚ড়ান্ত হয়েছে। এখন ঘোষণার পালা। আগামী ৩১ জুলাই নতুন এ নীতিমালা ঘোষণা করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। জানা গেছে, এবারও কৃষি ঋণের লক্ষ্যমাত্রা বাড়ছে। এবার কৃষি ও পল্লীঋণ লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ১৭ হাজার ৫৫০ কোটি টাকা, যা গেলবারের তুলনায় ১ হাজার ১৫০ কোটি টাকা বেশি। এত এজেন্ট ব্যাংকিংয়ে আওতায় কৃষিঋণ বিতরণে গ্রাহক থেকে সার্ভিস চার্জ আদায়ের বিষয়টি নতুনভাবে অন্তর্ভুক্ত হচ্ছে। এছাড়া পেয়ারা চাষে সারাবছর ঋণ দেয়ার বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি ফসল চাষের ন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও ঋণ নিয়মাচার ও ঋণের পরিমাণ নির্ধারণ করে দেয়া হবে। আগের মতোই টার্গেট পূরণে ব্যর্থ ব্যাংকের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকছে নতুন নীতিমালায়ও। জানা গেছে, এবারের নীতিমালায় যেসব ব্যাংক এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক চালু করেছে, তারা প্রচলিত শাখার পাশাপাশি তাদের নন-ব্যাংক এজেন্টের মাধ্যমেও কৃষিঋণ বিতরণ করতে পারবে। এক্ষেত্রে নন-ব্যাংক এজেন্টের সুদের অতিরিক্ত দশমিক ৫ শতাংশ সার্ভিস চার্জ আদায়ের সুযোগ দেয়ার চিন্তাভাবনা চলছে। তাছাড়া গত জুনে কৃষিঋণের সুদের ঊর্ধ্বসীমা ১ শতাংশ কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। নতুন নীতিমালায় সুদ কমানোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, এবার কৃষিঋণের লক্ষ্যমাত্রা বাড়ছে। লক্ষ্যমাত্রা বৃদ্ধির সঙ্গে সেটি অর্জনের প্রচেষ্টা নেয়া হবে নতুন নীতিমালায়। ব্যাংকগুলোকে টার্গেট দিয়েই আমরা বসে থাকব না। তারা যাতে টার্গেট অনুযায়ী ঋণ বিতরণ করে সেজন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষিঋণ নীতিমালা ঘোষণা রোববার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ