বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের ফুলবাড়ীতে ৯ম শ্রেনীর এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারনের অভিযোগে সিরাজুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলার শিবনগর ইউনিয়নের লক্ষনপুর বাজার থেকে তাকে আটক করা হয়। ধর্ষক সিরাজুল ইসলাম লক্ষনপুর গ্রামের আফজাল মন্ডলের ছেলে।
এই ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে গতকাল শনিবার ফুলবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
বাদিনী জানায়, ধর্ষক সিরাজুল একজন মুদি দোকানদার, দোকানে খরচ আনা-নেয়ায় তার মেয়ের সাথে পরিচয় হয়। বাদিনী বলেন তিনি এলজিইডির রাস্তায় মহিলা শ্রমিক হিসেবে কাজ করে ও তার স্বামী একজন জেলে। তারা কাজের জন্য উভয়ে বাড়ীর বাহিরে গেলে ধর্ষক তাদের বাড়ীতে গিয়ে, তার স্কুল পড়–য়া মেয়েকে প্রথমে ফুসলিয়ে ধর্ষণ করে এবং কৌশলে ধর্ষনের ভিডিও চিত্র ধারণ করে। এরপর ওই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। এই ঘটনাটি স্থানীয় কয়েকজন যুবকের নিকট জানতে পেরে এবং তার মেয়ের নিকট জানিয়ে তিনি এই মামলা করেছেন।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম বলেন বাদিনীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে, ধর্ষক সিরাজুল ইসলামকে আটক করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল থেকে ভিডিও চিত্র উদ্ধার করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। অপরদিকে মেডিকেল পরিক্ষার জন্য ধর্ষিতাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ধর্ষিতা ভিন্ন ধর্মের হওয়ায়, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।