Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে পানি বৃদ্ধি অব্যাহত, পানিবন্দি ২ হাজার পরিবার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ৪:৪২ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চরাঞ্চলের কমপক্ষে ২ হাজার পরিবার পানিবন্দি হয়েছে।
গত ৪ দিন থেকে থেমে থেমে বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে তারাপুর, বেলকা, হরিপুর, কাপাশিয়া, শ্রীপুর, চন্ডিপুর ইউনিয়নের চরাঞ্চলের পাট,সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষেত নিমজ্জিত হয়েছে। কমপক্ষে ২ হাজার পরিবার পানিতে নিমজ্জিত হয়েছে। পানিবন্দি মানুষজন পরিবার পরিজন ও গবাদিপশু নিয়ে বন্যা নিয়ন্ত্রন বেরি বাঁধ ও উঁচু স্থানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। তারা খাদ্য, বিশুদ্ধ পানীয় জল ও জ্বালানী না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন। বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ্ জানান, তার ইউনিয়নে ৬ শতাধিক পরিবার পানিবন্দি হয়েছে। তিনি আরো জানান, বেলকা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরু-ছাগল নিয়ে বেশ কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে।এছাড়া অনেকেই তাদের পরিবার ও গবাদি পশু নিয়ে আশ্রয় নেয়ার জন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তাবু তৈরি করছে। হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান,তার ইউনিয়নে ৩ শতাধিক পরিবার পানিবন্দি হয়েছে। কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান,তার ইউনিয়নে সহ¯্রাধিক পরিবার পানিবন্দি হয়েছে। পানি হু-হু করে বৃদ্ধি পাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ জানান,গতকালের চেয়ে ১৩ সে.মি.পানি বৃদ্ধি পেয়েছে। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ