Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনা চিকিৎসায় আজ যাত্রা শুরু করছে খাদিমপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ১১:২৬ এএম

করোনা চিকিৎসা শুরু হচ্ছে খাদিমপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আজ। চিকিৎসা প্রদানের লক্ষ্যে ৩১ শয্যাবিশিষ্ট এ সরকারি এই হাসপাতালটি প্রস্তুতি সম্পন্ন্ সহযোগীতা করছে সিলেট কিডনী ফাউন্ডেশন। সিলেট কিডনি ফাউন্ডেশনের মহাসচিব কর্নেল (অব.) আবদুস সালাম বীরপ্রতীক জানান, প্রয়োজনীয় সরঞ্জামও পৌঁছেছে হাসপাতালে। চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে নার্স ও স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে ইতোমধ্যেই। এছাড়া ফাউন্ডেশনের সভাপতি সিলেট কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির মেডিসিন ও নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ও ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটির অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমদের তত্ত্বাবধানে দেশ বিদেশের চিকিৎসকরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাসপাতালে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবেন। আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য একটি তহবিলও গঠন করেছে কিডনি ফাউন্ডেশন। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘খাদিমপাড়া হাসপাতাল ও দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্স মিলে করোনা চিকিৎসায় ৬২ শয্যা বাড়ছে সিলেটে। এক্ষেত্রে কিডনি ফাউন্ডেশনকে সহযোগিতা করেছেন প্রবাসীরা। আজ শনিবার চালু হচ্ছে খাদিমপাড়াস্থ হাসপাতালটি। হাসপাতালে বর্তমানে সিলিন্ডার দিয়ে ব্যবস্থা করা হয়েছে অক্সিজেনের। এদিকে, খাদিমপাড়াস্থ হাসপাতালে ৩টি শিফটে চিকিৎসক, নার্স ও অন্যান্যরা কাজ করবেন। সিলেট কিডনি ফাউন্ডেশনের মহাসচিব কর্নেল (অব.) আবদুস সালাম বীরপ্রতীক বলেন, বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকেই শুধু করোনাভাইরাসে আক্রান্ত ও সন্দিগ্ধদের প্রদান করা হচ্ছে চিকিৎসা। কিন্তু পরিস্থিতি পর্যালোচনায় রোগী বৃদ্ধির আশঙ্কা থেকে বিকল্প ব্যবস্থা হিসেবে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে সিলেট কিডনি ফাউন্ডেশন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ