পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাষ্ট্রীয় পাটকলসমূহ বন্ধের প্রতিবাদে আজ অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) দেয়া পাটকল আধুনিকায়ন প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জানিয়েছে, তারা কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করবে। একই দাবিতে দেশের জেলা, উপজেলা, শিল্পাঞ্চলে এ কর্মসূচি পালতি হবে।
এছাড়া করোনার কারণে বিদেশ প্রত্যাগত কর্মহীনদের জন্য কর্মসংস্থান, শ্রমিকদের রেশন, আবাসন, স্বাস্থ্যসেবা নিশ্চিত ও করোনাকালে শ্রমজীবী পরিবার প্রতি মাসিক আট হাজার টাকা হারে নগদ সহায়তা দিতে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানানোর কথা জানিয়েছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।