পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বিভিন্ন ব্যাংকের ৪ কর্মকর্তা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা হলেন- বাংলাদেশ ব্যাংকের পরামর্শক আল্লাহ মালিক কাজমী, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, জনতা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার একেএম শাহজান আলী ও অগ্রণী ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান।
এদের মধ্যে- বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজমী শুক্রবার ৫টা ৬ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো.সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজুল ইসলাম বলেন, কাজমী স্যারের হার্টে সমস্যা ছিল। গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অন্যান্য জটিলতার সঙ্গে আল্লাহ মালিক কাজমীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মারা গেছেন। শুক্রবার দুপুর ২টায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. আবদুল হামিদ সোহাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন। করোনায় আক্রান্ত ছিলেন।
একই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বগুড়ার জনতা ব্যাংক করপোরেট শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার একেএম শাহজান আলী। শুক্রবার ভোর ৫টার দিকে বগুড়ার বেসরকারি হাসপাতাল টিএমএসএস-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আব্দুর রাহমিম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে অগ্রণী ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মৃতুবরণ করেন। তিনি অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ঋণ অফিসার পদে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুর রহমান অসুস্থ হয়ে এনাম মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে ভর্তি হন। তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। পরবর্তীতে অবস্থা সংকটাপন্ন হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিসাধীন অবস্থায় মারা যান তিনি।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।