প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন প্রায় দুই সপ্তাহ হতে চললো। রবিবার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি৷ ছেলের মৃত্যুর এতদিন পর নীরবতা ভাঙলেন প্রয়াত অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুশান্তের প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং। তার কথায়, 'সুশান্ত তাকে বলেছিলেন ২০২১ সালের শুরুর দিকে তিনি বিয়ের পিড়িতে বসতে চেয়েছিলেন। করোনার কারণে বিয়ে করতে চাইছিলেন না। এমনকি তার হাতে একটা সিনেমার কাজ ছিলো, ওটা শেষ করে ফেব্রুয়ারি-মার্চের দিকে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন তিনি। এর পাল্টা উত্তরে কেকে সিং বলেন, নিজের পছন্দ মতো বিয়ে করো। কেননা ওই মেয়ের সঙ্গেই তোমার সারাজীবন কাটিয়ে দিতে হবে।'
তবে পাত্রী কে? সে কথা না জানলেও কেকে সিং জানান, অঙ্কিতা লেখান্ডে ছাড়া অন্য কাউকে চেনেন না তিনি। এমনকি, অঙ্কিতা ও কৃতি শ্যাননকে চিনলেও বাঙালী মেয়ে রিয়া চক্রবর্তী নামে কাউকে চেনেন না তিনি।
'কেদারনাথ' খ্যাত অভিনেতার বাবা কৃষ্ণ কুমার বলেন, খুব কম বয়স হলেও খোলামেলা স্বভাবের ছিলেন সুশান্ত। কিন্তু হটাৎ করেই চুপচাপ হয়ে যান তিনি। তার মনের মধ্য কি চলছিলো, সেটিও জানার সুযোগ নেই?
এদিকে সুশান্তের মৃত্যুর পরদিন বান্দ্রার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন অঙ্কিতা লেখান্ডে। অন্যদিকে অভিনেতার শেষকৃত্যে উপস্থিত হয়ে সুশান্তের বাবাকে নানা স্মৃতির কথা বলেন কৃতি শ্যানন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।