বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সীতাকুণ্ডে স্থানীয় এমপি আলহাজ দিদারুল আলম উদ্বোধনের দু’দিন পর রাতের আধাঁরে দুষ্কৃতিকারীরা মডেল মসজিদও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন ফলক ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় এমপি দিদারুল আলম তীব্র ক্ষোভ প্রকাশ করেন । এদিকে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেন।
জানা যায়, গত ২৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সাদেক মস্তান (রাহ.) উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব দিদারুল আলম। কিন্তু উদ্বোধনের দু’দিন পর গতকাল বৃহস্পতিবার দিনগত রাতেই দুষ্কৃতিকারীরা মসজিদের নিরাপত্তা প্রহরিকে মারধর করে উদ্বোধন ফলকটি ভাঙর চেষ্টা চালায়। এঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড থানার এসআই মামুন ঘটনাস্থলে গেলে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনার ঘণ্টা দু’য়েক পর এসআই মামুন চলে
গেলে দুষ্কৃতিকারীরা গভীররাতে পূণরায় উদ্বোধন ফলক ভেঙে গুড়িয়ে দেয়। মসজিদে উদ্বোধন ফলক ভাঙার তীব্র নিন্দা জানিয়ে এমপি দিদারুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য বাংলাদেশের প্রতিটি উপজেলায় কোটি কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়নে ফকিরহাট এলাকায় এ মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। কিন্তু সরকারের ভাবমুর্ত্তি ক্ষুণ্য করতে দুষ্কৃতিকারীরা রাতের
আঁধারে উদ্বোধন ফলক ভেঙে গুড়িয়ে দিয়েছে। এছাড়া মসজিদেও হামলা চালায় তারা । হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করতে তিনি পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় জানান, রাতের আঁধারে মসজিদের উদ্বোধন ফলক ভেঙে দেয়ার ঘটনাটি দুঃখজনক। এ ঘটনাটি শোনার পর আমি মর্মাহত হয়েছি। তাই এ ঘটনায় জড়িতদের চিহিৃত করে আইনি ব্যবস্থা গ্রহনে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আমি এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসআই মামুনকে পাঠালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। কিন্তু ঘন্টাখানেক পর এসআই মামুন চলে আসলে দুষ্কৃতিকারীরা আবারও এসে উদ্বোধন ফলক ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ ঘটনায়
মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের চিহিৃত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।