Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানের মোজাহেরের প্রবাসে যাওয়া হলো না আর..

তার আগেই করোনা কেড়ে নিল তাজা প্রাণ

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ৪:২০ পিএম

দেশে এসে করোনার কারণে আটকা পড়ে আর বিদেশে যেতে পারেননি মুহাম্মদ মোজাহের হোসেন। আশা ছিল, আবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহর কর্মস্থলে গিয়ে সংসারের বাকী স্বপ্নগুলো পূরণ করবেন।

তা আর হলো না। আর কখনো যাওয়াও হবে না প্রবাসে। দেশে বেড়াতে এসে করোনায় আক্রান্ত হয়ে একেবারে না ফেরার দেশে চলে গেলেন রাউজানের মুহাম্মদ মোজাহের হোসেন (৪৩)।
এমন এক মর্মান্তিক ঘটনার শিকার হয়েছে রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মোবারকখীল হাসমত আলী চৌধুরী বাড়ির এক পরিবার। এই বাড়ির মৃত শফিকুল ইসলামের ছেলে মোজাহের দীর্ঘ ১৫ দিন করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর ১টায় মারা যান।
প্রতিবেশী ও উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুম মনির শাওন বলেন, ‘স্বপরিবারে চট্টগ্রাম শহরে থাকতেন প্রবাসী মোজাহের। ১৮-২০ দিন আগে তিনি গ্রামের বাড়ি ঘুরে যান। ১৫ দিন আগে তিনি করোনায় আক্রান্ত হন। ৮ দিন আগে ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে।
অবস্থার অবনতি হলে বুধবার তাকে হাসপাতালটির আইসিউতে হস্তান্তর করা হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মারা যান তিনি। মাগরিবের নামাজের পর স্বাস্থ্যবিধি মেনে জানাযা শেষে তাকে গ্রামের বাড়ি মোবারকখীলের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ‘
পারিবারিক সূত্রে জানা যায়, মোজাহের ৬ বোন ২ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। তিনি ২ মেয়ে ১ ছেলে ও স্ত্রী রেখে গেছেন। তিনি শারজাহ থেকে দেশে আসেন ৫ মাস আগে। লকডাউনে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তিনি আর কর্মস্থলে ফিরতে পারেননি।
ফ্লাইট চলাচল শুরু হলেই তার প্রবাসে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই করোনা কেড়ে নিল মোজাহেরের তাজা প্রাণ। এতে পরিবারটির অসমাপ্ত স্বপ্নগুলো অপূর্ণই থেকে গেল- জানিয়েছেন মোজাহেরের স্বজনরা।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মোজাহের রাউজান পৌরসভা গহিরা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা ডলির ছোট ভাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ