Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সেরে উঠছেন করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী মোশাররফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ১০:৩৭ এএম

করোনাভাইরাসে আক্রান্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শারীরিক অবস্থা সম্পর্কে খন্দকার মোশাররফ নিজেই গণামাধ্যমকে এ তথ্য জানান। বলেন, ধীরে ধীরে ভালো হয়ে উঠছি। বাসায়ই আছি।

১৯ জুন নমুনা পরীক্ষার ফলে করোনা পজিটিভ ধরা পড়ে খন্দকার মোশাররফ হোসেনের। এর পর নিজ বাসায়ই চিকিৎসা নেয়া শুরু করেন বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতা।

খন্দকার মোশাররফ হোসেন একাদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আওয়ামী লীগের দুই সরকারের আমলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ