বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জ উপজেলায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু সাগর বর্মণ হত্যার ঘটনায় তিন কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) খন্দকার মহিদউদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রূপগঞ্জ থানার পুলিশ আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই তিন কিশোরকে আটক করে। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে হবে। আটক তিনজনই সাগরের সঙ্গে ওই কারখানায় কাজ করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিশোর সাগরকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রূপগঞ্জের যাত্রামুড়া এলাকার এখলাছ স্পিনিং মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে ১০ বছরের শিশু শ্রমিক সাগরকে হত্যা করে। ওই ঘটনায় সাগরের বাবা রতন বর্মণ কারখানার চার কর্মকর্তার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল হুদাকে গ্রেফতার করে। আর আজকে আটককৃতরা এজাহারভুক্ত আসামি নয় বলে পুলিশ জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।