বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাস সংক্রমিত হওয়ার হার বেড়ে যাওয়ায় নগরী রাজশাহী সিটি রেড জোনে ঢুকে পড়েছে। ফলে নগরীর বিভিন্ন এলাকা আলাদা আলাদাভাবে লকডাউনের কথা ভাবছে রাজশাহী স্বাস্থ্য বিভাগ।
রাজশাহী মহানগরীতে ৩৬ জনসহ ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৩১ জনের বাড়ি পাবনায়। গত মঙ্গলবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৬৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রাজশাহী নগরীতে থাকা ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নগরীর ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।
রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে ১৮৭টি নমুনা রিপোর্ট হয়েছে। এতে মোট ৩৭টি নমুনার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। নগরীর ছয়জন বাদে বাকি ৩১ জনের বাড়ি পাবনা। বিষয়টি পাবনার সিভিল সার্জনকে জানানো হয়েছে।
নতুন ৩৬ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪৩ জনে দাঁড়াল। আর পাবনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৬৭ জন। পাবনায় এ পর্যন্ত ৫ জন এবং রাজশাহীতে ৬ জন মারা গেছেন করোনায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।