Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ওসমানীনগরে ফাঁস লাগানো গৃহবধুর লাশ উদ্ধার

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ৮:১২ পিএম

ওসমানীনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রিমা আক্তার ফাতেমা (২২)। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দিঘীরপাড় মাধবপাশা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে সুহেল মিয়ার স্ত্রী। তারা ওসমানীনগর উপজেলার তাজপুর ইউপির দুলিয়ারবন্দ এলাকার রফিক মিয়া চৌধুরীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
আজ বুধবার (২৪জুন) দুপুর ২টার দিকে উপজেলার তাজপুর ইউপির দুলিয়ার বন্দ এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার ফাতেমা সকলের অজান্তে নিজের ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ এসে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় ফাতেমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এ বিষয়ে ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী জানান, খবর পেয়ে সুরতহাল রিপোর্ট শেষে ফাতেমার লাশ উদ্ধার করে থানা নিয়ে আসি। পরে ময়না তদন্তের জন্য নিহতের লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ