Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইন-চ্যুত : বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ময়মনসিংহ অফিস : ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন একটি বগিসহ লাইন-চ্যুত হয়েছে। বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। আর রক্ষা পেয়ে হাজার যাত্রীর প্রাণ।
এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪ মিনিটের দিকে মশাখালী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর কাওরাইত রেল স্টেশনের হোম সিগন্যালে ট্রেনটি লাইন-চ্যুত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গফরগাঁওয়ের গয়েশপুর এলাকায় রেল লাইনের সংস্কারকাজ চলছে। সেখানে লাইনের ওপর একটি ট্রলি রাখা ছিল। ব্রহ্মপুত্র ট্রেনটি সেই ট্রলিকে চাপা দেয়ার পরপরই লাইন-চ্যুত হয়।
মশাখালী স্টেশন মাস্টার মনিরুল হক জানান, স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর কাওরাইতে ট্রেনটির ইঞ্জিন একটি বগিসহ লাইন-চ্যুত হয়। তবে বগিসহ ট্রেনটি সুতিয়া নদীর উপরে রয়েছে।
অল্পের জন্য ট্রেনটির হাজার যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ