Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতে ২৫০ দলিত পরিবারের ইসলাম গ্রহণ

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের বিভিন্ন প্রান্তে দলিতদের উপর কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আক্রমণ চলছে লাগাতার। গুজরাটের উনা হোক কিংবা তামিলনাড়ু- সর্বত্রই ছবিটা একইরকম। আর এর পরিণতিও হচ্ছে মারাত্মক। স¤প্রতি মন্দিরে প্রবেশে বাধা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিল তামিলনাড়–র ২৫০টি দলিত পরিবার। তামিলনাড়–র বেদারণ্যম ও কারুর জেলার ঘটনা। সূত্রের খবর, বেদারণ্যমে এক মন্দিরে ঢুকতে প্রায় ২০০ দলিত পরিবারকে বাধা দেয়া হয়। অভিযোগ, দলিতদের প্রতি বরাবরই এ ধরনের বৈষম্যমূলক ব্যবহার করা হয়। একই ছবি কারুর জেলাতেও। স্থানীয় মহাশক্তি মন্দিরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি ৩৫টি পরিবারকে। এই পরিস্থিতিতেই এক ইসলামি সংগঠন তাদের সঙ্গে যোগাযোগ করে। এর পরেই ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার সিদ্ধান্ত নেন দলিতরা। এ ঘটনা নতুন নয়। গতবছর হরিয়ানায় প্রায় ১০০টি দলিত পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এ নমুনা থাকা সত্তেও দলিতদের উপর অত্যাচার কমেনি। গুজরাটের উনার ঘটনা রাজনৈতিক মহলে যত শোরগোলই ফেলুক, বাস্তবের ছবিটা কিন্তু তেমন বদলায়নি। আর তাই স্বধর্মের অত্যাচার সহ্য করতে না পেরেই অন্য ধর্মের আশ্রয় গ্রহণ করতে চলেছেন নিপীড়িত দলিতরা। এর আগে খবরে বলা হয়, গুজরাটে নৃশংসতা প্রতিরোধে ৩০টি দলিত গ্রুপের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে। দলিত সম্প্রদায়ের যুবক-যুবতীদের হয়রানি ও নৃশংসতার প্রতিবাদে একটি যুক্তফ্রন্ট গঠনের ঘোষণা দেয়া হয়। দলিতদের বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০টি দলের সম্মিলিত এ গ্রুপটি সমগ্র গুজরাটে মৃত প্রাণীর গলিত দেহ ও ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার না করার ঘোষণা দিয়েছে। দলিতরা এই প্রথমবারের মতো উনা দলিত অত্যাচার লাদাত সমিতি (নৃশংসতার বিরুদ্ধে উনা দলিত কমিটির লড়াই) নামে একটি ব্যানারে সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। দলিত সম্প্রদায়ের ওপর নৃশংসতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বলে উল্লেখ করে তারা আগামী ৩১ জুলাই আহমেদাবাদে একটি মহাসমাবেশের ডাক দিয়েছে। সমাবেশ থেকেই পরবর্তী আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে। নবগঠিত কমিটির আহ্বায়ক জিগনেশ মেভানি বলেন, আগামী রবিবারের মহাসমাবেশে অন্তত এক লাখ দলিতের সমাবেশ ঘটাতে চাই। এর জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, দেশের বিভিন্ন প্রান্তে দলিতদের ওপর কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আক্রমণ বেড়েই চলছে। গুজরাটের উনা, তামিলনাড়ুতে এমন খবর প্রায়ই মিলছে। আর এর পরিণতিও হচ্ছে মারাত্মক। এনডিটিভি, বিবিসি, ইনডিয়া টাইম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ