Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

হবিগঞ্জে চুরির অভিযোগে ৩ শিশুকে বেঁধে নির্যাতন

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

হবিগঞ্জ জেলা সংবাদদাতা : সিলেটে চুরির অভিযোগে শিশু রাজন হত্যার ঘটনা বছর পেরুতে না পেরুতেই আবার একই রকমভাবে চুরির অভিযোগে তিন শিশুকে বেঁধে নির্মম মারের ঘটনা ঘটেছে হবিগঞ্জে জেলার সদরে ।
পুলিশ সূত্র জানায়, বুধবার সকাল ৭টার দিকে হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় মোবাইল চুরির অভিযোগে ৩ শিশুকে আটক করে বেঁধে বেধড়ক মারপিট করা হয়। ওই এলাকার ধানচাল ব্যবসায়ী শাহ আলম এই মারধর করেন। পরে মারপিটের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় প্রত্যক্ষদর্শীরা। ফেসবুকে এ ঘটনায় নিন্দার ঝড় উঠে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অভিভাবকদের জিম্মায় শিশুদের ছেড়ে দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ