পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখসারিতে থাকা পুলিশের আরেক সদস্য আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার নাম রফিকুল ইসলাম। তিনি নারায়ণগঞ্জ বন্দর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ সদর দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
অন্যদিকে গতকাল পর্যন্ত পুলিশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৯৮ জন, যা একক পেশা হিসেবে সর্বোচ্চ। পুলিশ সদর দফতর থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনের পাশাপাশি এই মহামারীতে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তারা। তবে তাদের মধ্যে পুলিশের ৫ হাজার ৪৯১ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে করোনা আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)। গতকাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশে কর্মরতদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৫ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল রফিকুল ইসলাম ১৯৮৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন থানার আহমেদপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। এরই মধ্যে পুলিশের ব্যবস্থাপনায় রফিকুলের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জানাজা এবং ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।