পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন সাবেক জেলা জজ ও সুপ্রিমকোর্টের আইনজীবী আব্দুল মান্নান এবং এক্সিম ব্যাংকের কর্মকর্তা তানভীর আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার ভোরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল মান্নান। শ্রম আদালতের আইনজীবী নেসার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রম আদালতে আইনজীবী হিসেবে আব্দুল মান্নান অনেক শ্রমিকের ন্যায়বিচারের জন্য চেষ্টা করেছেন। তিনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো। আব্দুল মান্নান জেলা ও দায়রা জজ থেকে অবসর নিয়ে সুপ্রিমকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেন। এর আগে শ্রম আদালতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি এক্সিম ব্যাংকের এক কর্মকর্তা মারা গেছেন। তার নাম তানভীর আহমেদ। তিনি ব্যাংকটির মালিবাগ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এক্সিম ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। এ নিয়ে করোনাভাইরাসে বিভিন্ন ব্যাংকের মোট ২২ জন কর্মকর্তা মারা গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।