প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের জেরে প্রায় তিন মাস ধরে নাটকের শুটিং বন্ধ ছিল। দীর্ঘদিন শুটিং বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শিল্পী-কলাকুশলীরা। স্বভাবতই আর্থিক সংকটের পাশাপাশি অসহায়ের মতো দিন যাপন করেছিলেন তারা। তাদের কথা বিবেচনা করে চলতি মাসের শুরু থেকে নাটকের উপর থাকা সকল নিষেধাজ্ঞা তুলে নেয় সংশ্লিষ্ট সংগঠনগুলো।
এদিকে সকল ধরনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে ফেরার নির্দেশ দেওয়া হলেও এখনো অনেকেই কাজে ফিরেননি৷ নিজেদের বাড়তি সুরক্ষার কথা ভেবে নাটকের প্রধান শিল্পীরা শুটিংয়ে ফিরতে অপ্রস্তুত। আর সেকারণেই 'সবার জন্য আমরা' উদ্দেশ্যকে সামনে রেখে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান একটি উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে তার নির্দেশনায় শামসুর রকিব নাটকের প্রধান শিল্পীদের কাজের ফেরার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, নুসরাত ইমরোজ তিশা, আফরান নিশো, তাহসান খান, মেহজাবিন চৌধুরী সহ আরও বেশ ক'জনকে চিঠি পাঠানো হয়েছে।
তারকাদের পাঠানো চিঠিতে বলা হয়, 'আপনি নিশ্চয় অবগত আছেন, বর্তমান সঙ্কটের কারণে এই মুহুর্তে সকলেই বিশেষ পরিস্থিতির মধ্যে দিন যাপন করছেন। ফলে কমবেশি আমাদের যার যার কর্মক্ষেত্রে প্রভাব পড়েছে। টেলিভিশন নাটকের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এর বাহিরে নয়।'
ওই চিঠিতে আরও বলা হয়েছে, 'দীর্ঘদিন কাজ না থাকায় এর সঙ্গে যুক্ত অনেকেই অর্থ সংকটে পড়েছেন। শুটিংয়ের অনুমতি দেওয়ার পরও আপনার মত শিল্পী কাজ শুরু না করার ফলে বিপাকে আছেন নিম্ন আয়ের শিল্পী-কলাকুশলীরা।'
টেলিভিশন নাটকের প্রধান শিল্পীদের অভিনয়ে ফেরার আহ্বান জানিয়ে বলা হয়, 'আপনার মতো শিল্পীরা আরও কিছুদিন অভিনয় করলে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাদের অনুপস্থিতিতে ক্যামেরাম্যান, সহকারী পরিচালক, প্রোডাকশন বয়, মেকআপ আর্টিস্ট, লাইটম্যান সহ অনেকেই বেকারত্বের সঙ্গে দিন যাপন করছেন। এই সঙ্কটে টিভি নাটক নির্মাণের ধারাবাহিকতা রক্ষার জন্য আপনার সহযোগিতা একান্ত কাম্য।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।