পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। করোনায় মোট আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগই পুরুষ। আর তাই পুরুষদের অধিকহারে আক্রান্ত হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, পুরুষদের চেয়ে নারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে নারীরা তুলনামূলক কম আক্রান্ত হচ্ছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে, করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে একথা জানান ডা. নাসিমা সুলতানা।
সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৮ জন এবং বাকি ৫ জন নারী।
গেল কয়েকদিন আগে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার তিনগুণ। আর শনাক্তেও নারীর তুলনায় পুরুষের হার দ্বিগুণেরও বেশি।
তবে, এ চিত্র শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই একই অবস্থা। করোনাভাইরাসের তথ্য প্রকাশ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের এক পরিসংখ্যানে দেখা যায়, মৃতদের মধ্যে ৬১ দশমিক ২ জন পুরুষ এবং বাকি ৩৭ দশমিক ৮ জন নারী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।