Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে দোকানে আগুন লাগে দশ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি পুঁড়ে গেছে

সৈয়দপুর (নীলফামারী) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ৩:৩৬ পিএম

নীলফামারীর সৈয়দপুরে একটি মেশিনরীজ দোকানে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের তোফাজ্জল মেশিনারিজ নামের একটি দোকানে ওই আগুনের ঘটনা ঘটে। এতে দোকানে থাকা প্রায় দশ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি পুঁড়ে গেছে বলে দোকান মালিকের দাবি। তবে দমকলবাহিনীর সূত্র বলছে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।
জানা গেছে, সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কে (রংপুর রোডে) মেসার্স তোফাজ্জল মেশিনারিজ দোকানটি অবস্থিত। এর স্বত্তাধিকারী মো. তোফাজ্জল হোসেন তোফা। তিনি প্রতিদিনের মতো গত সোমবারও যথাসময়ে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। আজ মঙ্গলবার ভোরে তাঁর বন্ধ থাকা দোাকনে আকস্মিক আগুন লাগে। আর ওই দোকান সংলগ্ন একটি মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বের হয়ে মুসল্লিরা বন্ধ দোকান থেকে আগুনের ধোঁয়া উড়তে দেখতে পান। পরবর্তীতে তারা দ্রুত সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ওসিভিল ডিফেন্সের কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই দোকানে থাকা মূল্যবান কৃষি যন্ত্রপাতি পুড়ে ছাঁই হয়ে যায়।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন সূত্র জানায়, বৈদ্যূতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আর আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎণিকভাবে নিরূপণ করা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ