পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সংগঠনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
ডা. ইহতেশামুল হক জানান, গতকাল রাতে বিএমএ) সভাপতি পরীক্ষার রিপোর্ট পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিএমএ মহাসচিব আরও জানান, তাদের সংগঠনের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনায় এক হাজার ১০৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৪৫ জন। নার্স আক্রান্ত হয়েছেন ৯৫৭ জন, মারা গেছেন ছয় জন। অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৬৫ জন, মারা গেছেন তিন জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।