Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর ও হাজীগঞ্জে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ১০:৫৫ এএম

জ্বর সর্দি ও শ্বাসকষ্টে চাঁদপুর ও হাজীগঞ্জ তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতরা ৩ জন বয়স্ক পুরুষ।
তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে ইসলামী আন্দোলন ও কিউআরসির সদস্যরা তাদের দাফন কাজ সম্পন্ন করে।

চাঁদপুর পৌরসভার স্টাফ ও ১০নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদার করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে নেয়ার পথে সোমবার সন্ধ্যায় মারা যান।
সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাঃ নূর হোসেন বান্না পরামর্শে রাত সাড়ে ১২ টায় ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিম দাফন সম্পন্ন করে। আব্দুল লতিফ হাওলাদার (৬৫) চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের মৃত আব্দুল হাকিম হাওলাদার ছেলে।

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার বাসিন্দা সাবেক ডিস্ট্রিক্ট নাজির মোঃ আবু তাহের পাটোয়ারী করোনা উপসর্গ নিয়ে সোমবার গভীর রাতে মারা যান। স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাজা শেষে তাকে সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন এর গ্রামের বাড়িতে দাফন করা হয়।
আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান জুয়েলের প্রতিষ্ঠিত সংগঠন কিউ আরসির সদস্যরা মঙ্গলবার বেলা পৌনে ১১টায় মোঃ আবু তাহের পাটোয়ারীর লাশ দাফন সম্পন্ন করেন।


হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাসিন্দা মোঃ ফজলুল হক হাওলাদার নামে এক ব্যক্তি সোমবার রাত ৯টায় নিজ বাড়ীতে মারা যান। লাশ দাফনে স্থানীয়রা এগিয়ে না আসায় ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলা টিম আজ মঙ্গলবার সকাল ৯ টায় দাফন সম্পন্ন করে।
মোঃ ফজলুল হক হাওলাদার (৯০)সদর ইউনিয়ন ৩নং ওয়াডের মৃত হাজী তমিজ উদ্দিন পন্ডিত এর ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ