Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে ৪টি এলাকা রেড জোন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ৩:৩৬ পিএম

মৌলভীবাজার জেলায় করোনার সংক্রমণ হার বিবেচেনা করে কুলাউড়া ও শ্রীমঙ্গলের কিছু এলাকাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনে রেড জোন চিহিৃত করে ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে।

এলাকাগুলো হচ্ছে কুলাউড়া পৌরসভার মাগুরা-মনসুর ও বড়মচাল ইউনিয়নের নন্দনগর। অপরদিকে শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট সড়কের আধা কিলোমিটার এলাকা রেড জোন চিহিৃত করে লকডাউন করা হয়েছে।

এসব এলাকায় ফার্মেসী ও নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়াও লকডাউন এলাকায় কৃষিপণ্য বহনকারী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই সব এলাকায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সহায়তায় অতি দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে চাল ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট উপজেলার ইউএনও।

মৌলভীবাজার জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৬ জন। রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে সাড়ে ৮শ'। সুস্থ হয়েছেন ৮৯ জন, করোনায় মৃত্যুবরণ করেন ৫ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ