Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

মতলবে আরো ৫ জন করোনা রোগী শনাক্ত : মৃত্যু ১

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ৩:৩৩ পিএম

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২জন। নতুন করে করোনা রিপোর্ট পজেটিভ আসা ৫ জনের মধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আহসান উল্ল্যাহ (৭৫) নাম ও রয়েছে। সোমবার (২২জুন) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেন বিষয়টি নিশ্চিত করেছেন।


মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯ জুন উপজেলা স্বাস্থ্য কমপেক্স থেকে করোনা উপসর্গ সন্দেহে করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা পাঠানো হয়। সোমবার (২২ জুন) তাদের নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজেটিভ আসে।
করোনায় আক্রান্তরা হলেন এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর ১জন (২৫) ও এখলাছপুর লঞ্চঘাট সংলগ্ন ১জন (২৫), ফতেপুর পূর্ব ইউনিয়নের শাহবাজকান্দির ১জন, কালিপুর বাজার জনতা ব্যাংক শাখা কর্মকর্তা ১জন, ও করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া আহসান উল্ল্যাহ(৭৫)। ১৮ জুন আহসান উল্ল্যাহ (৭৫) মারা যায়।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেন বলেন, আক্রান্তদেও বাড়ি লকডাউন করা হবে। তারা নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ