Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা বদলে দিয়েছে পেশা

খলিলুর রহমান | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২০, ১২:০৩ এএম

মো. বিল্লাল হোসেন। পেশায় গাড়ি চালক। রাজধানীর লালমাটিয়া এলাকায় এক ব্যক্তির প্রাইভেটকার চালাতেন। করোনাভাইরাস আসার পর গাড়ি চালানো বন্ধ। এরপর থেকে ওই প্রাইভেটকারের মালিক বেতন দেয়া বন্ধ করে দেন। অনেক অনুরোধ করে তিনি গত মার্চ মাসের বেতন উদ্ধার করলেও আর কোনো বেতন পাননি। নিরুপায় হয়ে বিল্লাল চলে যান গ্রামের বাড়ি। ঈদের আগে বোনাসের জন্য মালিকের কাছে ফোনে যোগাযোগ করলেও তিনি কোনো সাড়া পাননি। ঈদের পর তিনি গ্রাম থেকে এসে ফের কর্মস্থলে ফিরেন।

কিন্তু এখন কাজ করতে হবে না বলে জানিয়ে দেন মালিক। স্কুলে পাঠদান শুরু হলে আবার চাকরি দেয়া হবে বলে গাড়ির মালিক আশ্বাস দেন। এ সময় আকাশ ভেঙে মাথায় পড়ে তার! পরে কয়েকজন বন্ধুর পরামর্শে তিনি রাজধানীর ফার্মগেট এলাকায় লেবু বিক্রি শুরু করেন। মো. বিল্লাল হোসেনের গ্রামের বাড়ি ভোলা জেলায়। চাকরির সুবাধে তিনি রাজধানীর কাওরান বাজার রেলগেট এলাকায় একটি মেসে বসবাস করেন। গতকাল তিনি দৈনিক ইনকিলাবকে জানান, গত দুই বছর থেকে রাজধানীর লালমাটিয়া এলাকায় এক বিমানবালার প্রাইভেটকার চালক হিসেবে কর্মরত ছিলেন। ওই বিমানমালার সন্তানকে স্কুলে নিয়ে যেতেন। কিন্তু করোনার জন্য গত মার্চ মাসে স্কুল বন্ধ হয়ে যায়। এরপর থেকে তার বেতন বন্ধ করে দেয়া হয়। করোনা শেষ হলে কাজে যোগদানের কথা বলা হয় তাকে।

তিনি জানান, সারা রোজা মাস অনেক কষ্ট করে স্ত্রী-সন্তানকে নিয়ে অতিবাহিত করেছেন। অনাহারে-অর্ধাহারে ঈদ পালন করেছেন। পরবর্তীতে ঋণ করে কিছু টাকা নিয়ে ফের ঢাকায় আসেন। ঢাকায় এসে লেবু বিক্রি শুরু করেন। প্রতিদিন কাওরান বাজার থেকে লেবু ক্রয় করে ফার্মগেট এলাকায় ফুটপাতে বিক্রি করেন। লেবু বিক্রি করে স্ত্রী-সন্তানের জন্য কিছু টাকা গ্রামে পাঠিয়েছেন। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, ওই বিমানবালার কাছে মোট ৫০ হাজার টাকা পাই। সেগুলো দিলে ঋণ মুক্ত হবো। না হয় স্ত্রী-সন্তান নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন হবে।

কুমিল্লার বাসিন্দা হেলাল উদ্দিন। তিনি রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকায় স্ত্রী-দুই সন্তান নিয়ে বসবাস করেন এবং সেই এলাকায় পিঠা বিক্রি করতেন। কিন্তু করোনাভাইরাস আসার পর থেকে তার পিঠা বিক্রি বন্ধ হয়ে যায়। কয়েকদিন বেকার থেকে তিনি সবজি বিক্রি শুরু করেন। বর্তমানে তিনি পশ্চিম তেজতুরী বাজার হালিম কমিউনিটি সেন্টারের পাশে ভ্যানগাড়িতে সবজি বিক্রি করেন।

তিনি দৈনিক ইনকিলাবকে বলেন, গত মার্চ মাসে করোনাভাইরাসের জন্য সব বন্ধ হয়ে যাওয়াতে পিঠা বিক্রি বন্ধ হয়ে যায়। প্রায় এক মাস বেকার ছিলাম। তখন বাসা ভাড়া দিতে পারিনি। এমনকি ঠিকমত তিনবেলা খাবারও জোটেনি। পরে মহল্লায় সবজি বিক্রি করা শুরু করি। বর্তমানে সবজি বিক্রি করে সংসার চলছে।
শুধু বিল্লাল হোসেন ও হেলাল মিয়া নয়, তাদের মত অনেকেই করোনায় চাকরি হারিয়ে পেশা পরিবর্তন করেছেন। ফার্মগেট এলাকার বাসিন্দা মোহাম্মদ সামস জানান, তিনি ওই এলাকায় আবাসিক ছাত্র হোস্টেলের ব্যবসা করতেন। কিন্তু করোনা আসার পর সব ছাত্র গ্রামে চলে গেছে। তাই গত দুই মাস হোস্টেলের ভাড়া দিতে পারেননি। এক পর্যায়ে হোস্টেল ছেড়ে দিয়েছেন। হোস্টেল ব্যবসা ছেড়ে দিয়ে গ্রামে চলে যান তিনি। কিন্তু গ্রামে গিয়ে তিনি কোনো কাজ না পেয়ে ফের ঢাকায় এসেছেন। বর্তমানে বেকার। তবে আগামী মাস থেকে একটি গাড়ির মেরামতের দোকানে কাজ করবেন বলেও জানান তিনি।

একই এলাকার এক বাড়ির ম্যানেজার তুহিন ইসলাম। তিনি জানান, তাদের বাসায় এক ভাড়াটিয়া ফার্মগেট এলাকায় নতুন কুঁড়ি নামের একটি কোচিং সেন্টার ছিল। কিন্তু করোনাভাইরাস আসার পর থেকে ওই কোচিং বন্ধ রয়েছে। তাই গত মাসে তারা বাসা ছেড়ে দিয়েছে। নতুন কুঁড়ি কোচিং সেন্টারের মালিকের বরাত দিয়ে তিনি বলেন, শুনছি তারা কোচিং ব্যবসায় ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছে। গ্রামে গিয়ে তারা অন্য ব্যবসা করবে। আর করোনা শেষ হলে আবার ঢাকায় আসবে।



 

Show all comments
  • Md Mizan ২২ জুন, ২০২০, ১:১৩ এএম says : 0
    আল্লাহ তুমি আমাদের মাফ করো এই করোনা ভাইরাস থেকে জানি না এই বাবার বয়সের লোকের মতো আরো কতো লোক আছে যারা পেটের দায়ে কতো কিছু করতে হচ্ছে ।
    Total Reply(0) Reply
  • Rinku Chowdhury ২২ জুন, ২০২০, ১:১৫ এএম says : 0
    এতে লজ্জার কিছু নেই। চুরি, চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতি করলে লজ্জা। যতোদিন জীবন আছে যেমন ভাইরাস আসুক যুদ্ধ তো করতে হবেই। ছোট হলেও সম্মানের। কারো কাছে হাত পাততে হবেনা। যাঁরা এভাবেই পরিবারের পাশে দাঁড়িয়ে আছেন তাঁরাই প্রকৃত যোদ্ধা। জীবন মানেই যুদ্ধ। এই মিথ্যা পৃথিবীতে যার যত বেশি তাঁর হিসাব ও বেশি অশান্তি ও অসস্থি ও বেশি। আলহামদুলিল্লাহ আল্লাহ সহায় হবেন।
    Total Reply(0) Reply
  • M Islam Moh Islam ২২ জুন, ২০২০, ১:১৫ এএম says : 0
    এরচেয়ে ভালো কাজ হতেই পারে না,,,যাদের কথা বললেন এরা সবাই নিজের মেহনতের রুজি করা হালাল খায়,,, মন্ত্রী চেয়ারম্যান মেম্বারদের মত আরেক জনের হক মেরে নিজে খায় না,,শিক্ষিত রা কলমের খোছায় ডাকাতি করে এরা সেটাও করে না,,, প্রায়োজনে ময়লা পরিস্কার করুক তারপর ও চুরি করে নাই,,হক মারে নাই এটাই সবচেয়ে আদর্শ কাজ,,,,
    Total Reply(0) Reply
  • Md Amran ২২ জুন, ২০২০, ১:১৬ এএম says : 0
    মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো মাঝে এগিয়ে আসা উচিত
    Total Reply(0) Reply
  • Iqbal Uddin ২২ জুন, ২০২০, ১:১৬ এএম says : 0
    মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনে আরো একধাপ পরিবর্তন এসেছে করোনা ভাইরাসের কারণে। আগে ২৪ ঘন্টায় দুবার খেতো এখন একবার কোনরকমে!
    Total Reply(0) Reply
  • Raju B ২২ জুন, ২০২০, ১:১৬ এএম says : 0
    সরকারে কাছে আবারো অনুরোধ জানাচ্ছি যে আমাদের এখনো পুরো বাসা ভাড়া দিতে হচ্ছে তাই আপনাদের কাছে আকুল আবেদন আমাদের বাসা ভাড়া যেন কয়েক মাসের জন্য মওকুপ করা হয়
    Total Reply(0) Reply
  • Hafez Yousuf ২২ জুন, ২০২০, ৫:৪৬ এএম says : 0
    জনগন কে সরকার খাদ্য সহায়তা করেছ কোন ফ্যামিলির একদিন কি দুইদিন হয়েছে কিন্তু সরকার জনগণের কাছ থেকে যে ভ্যাট আদায় করে সারা পূথীবির কোন রাষ্টে আছে কিনা আমার জানা নাই আইন পাশ হওয়ার আগেই ভ্যাট কাটে মোবাইল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ