পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা পরিস্থিতিতে বাংলাদেশকে বাণিজ্যিক সুবিধা দিতে যাচ্ছে চীন। ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাতের এই আলোচিত সময়ে বাংলাদেশকে দেয়া চীনা সুবিধা মোটেই সহ্য হচ্ছে না ভারতের। ভারত সরকার এ নিয়ে কোনো মন্তব্য না করলেও দেশটির গণমাধ্যমে এনিয়ে ভালো মতোই হিংসা ছড়ানো হচ্ছে।
সম্প্রতি বাংলাদেশের রপ্তানী পণ্যে চীনের শুল্কমুক্ত সুবিধাকে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের প্রতিবেদনে ‘খয়রাতি’ বলে উল্লেখ করেছে। যা সম্প‚র্ণ শিষ্ঠাচার ও সংবাদমাধ্যমের নীতি বহির্ভ‚ত। আনন্দবাজার পত্রিকাসহ ভারতের বেশকিছু বিতর্কিত গণমাধ্যমে বিষয়টিকে আরও কুৎসিত ভাবে তুলে ধরা হয়েছে। কারণ বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য সম্পর্ককে কোনো ভাবেই মেনে নিতে পারছেনা কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকারের নেতৃত্বাধীন ভারত। সেই সঙ্গে আনন্দবাজারের এই অপকর্মের মাধ্যমে বাংলাদেশের ব্যাপারে ভারতীয়দের প্রকৃত গোপন রুপ যে প্রকাশ হয়ে গেছে তা নিশ্চিত করে বলা যেতেই পারে।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘এটা কোনো ভাবেই ওয়েলকাম করার মত নয়। আমার মনে হয় চীনের এগিয়ে আসার কারণে তারা (ভারত) খুব আপসেট। এছাড়া এটা ভারতীয় একটা সংবাদ মাধ্যমের বক্তব্য, ভারত সরকারের নয়। কাজেই আনন্দবাজারের নিউজ আমলে নেয়া ও তার প্রতিবাদ করার মত জায়গায় বাংলাদেশ এখন আর নেই।’
এদিকে আনন্দবাজারের বিতর্কিত মন্তব্যের পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তীব্র প্রতিবাদ ও ভারত বিরোধী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশীরা। সূত্র: বাংলা ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।