Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের বিশেষজ্ঞ দল হতাশ

বাংলাদেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১২:০০ এএম

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি দেখে হতাশ সফররত চীনের বিশেষজ্ঞ দল। তারা বলেছেন, করোনার মতো ছোঁয়াচে ভাইরাসের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা খুবই কম। খুবই কম নমুনা পরীক্ষাও। তবে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীর সংখ্যা অনেক কম সত্তে¡ও তারা অসাধারণ কাজ করে যাচ্ছেন। গতকাল রোববার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় চীনের বিশেষজ্ঞরা এ কথা বলেন। সফর শেষ করে আজ দেশে ফিরে যাবে বিশেষজ্ঞ দলটি।

করোনাভাইরাসের চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি গত ৮ জুন ঢাকায় আসে। ডা. লি ওয়েনশিউর নেতৃত্বাধীন প্রতিনিধি দলে চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যাধি নিরোধ বিশেষজ্ঞরা রয়েছেন। বিশেষজ্ঞরা বলেন, করোনাভাইরাসের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা খুবই কম। চিকিৎসকসহ চিকিৎসাকর্মীর সংখ্যাও খুবই কম। তবু স্বল্পসংখ্যক জনবল নিয়ে তারা অসাধারণ কাজ করে যাচ্ছেন। করোনা আক্রান্ত শনাক্তে নমুনা পরীক্ষা কম হচ্ছে বলে পর্যবেক্ষণ জানিয়ে বিশেষজ্ঞ দলটির পক্ষ থেকে বলা হয়, এখনো বাংলাদেশে করোনা টেস্টের পরিমাণ খুবই কম। দেশের সকল বিভাগে ল্যাবরেটরিও নেই। সেজন্য অনেককে তাদের টেস্টের জন্য ঢাকায় নমুনা পাঠাতে হয়। বেশি বেশি নমুনা পরীক্ষার ওপর জোর দিয়ে বিশেষজ্ঞরা বলেন, দ্রুত পরীক্ষা, দ্রুত শনাক্তকরণ, দ্রুত আইসোলেশন এবং দ্রুত চিকিৎসা এখন খুব গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কেস থেকে সর্বস্তরে টেস্ট নিশ্চিত করতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চীন লকডাউন যথাযথভাবে বাস্তবায়ন করে সুফল পেয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। তারা বলেন, করোনা রোগীদের চিকিৎসার সঙ্গে সঙ্গে পুষ্টিকর খাবারও দিতে হবে। সেভাবে তাদের শরীর গড়ে তুলতে হবে। বাংলাদেশ করোনা সংক্রমণের পিক টাইম (চূড়ান্ত পর্যায়) পার করছে কি-না জানতে চাইলে বিশেষজ্ঞরা বলেন, আমাদের মনে হয় না পিক টাইম এখনো এসেছে। এটা বলা কঠিন। এ ভাইরাস কতদিন থাকতে পারে সেটাই কেবল বিজ্ঞানীরা বলতে পারেন।

বাংলাদেশ সফরকালে চীনের প্রতিনিধি দলটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পরিদর্শন করে এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার ও পরীক্ষা কেন্দ্রগুলোতে কাজ করে। তারা করোনাভাইরাস মহামারি নিয়েও আলোচনা করে এবং করোনা নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা এবং প্রযুক্তিগত পরামর্শও দেয় বাংলাদেশের সংশ্লিষ্টদের।



 

Show all comments
  • Muhammad Rayhan ২২ জুন, ২০২০, ১:৩১ এএম says : 0
    হতাশ তো হবার কথাই, আমাদের স্বাস্থ্য খাতের যে অবস্হা।
    Total Reply(0) Reply
  • Kazi Jelani ‍ ২২ জুন, ২০২০, ১:৩১ এএম says : 0
    তাদের হতাশায় আমাদের বয়েই গেল। আমাদের উপরের লেভেল খুশী তো সব ঠিক। আর মরা বাচা তো আল্লাহরই দান। সুতরাং আমরা আল্লাহর উপরেই ভরসা রাখি।
    Total Reply(0) Reply
  • Abu Shahin Shahin ২২ জুন, ২০২০, ১:৩২ এএম says : 0
    এরা হতাশ কেন জানেন? বাংলাদেশে আরো বেশি হওয়ার কথা ছিল। ....রা বিশ্বটাকে অচল করে দিছে
    Total Reply(0) Reply
  • Mostofa Kamal ২২ জুন, ২০২০, ১:৩২ এএম says : 0
    সামনে ভয়াবহ দিন আসতেছে। আল্লাহ তাআলা সবাই কে হেফাজত করুন।
    Total Reply(0) Reply
  • Emdad Hossain Emdad Hossain ২২ জুন, ২০২০, ১:৩২ এএম says : 0
    ওরা হতাশ কেন হবে সারাবিশ্বে ছড়ায়ে এখন হতাশ? আজব।ও‌দের ব‌্যবসা‌তো ভালই হ‌চ্ছে
    Total Reply(0) Reply
  • শুভ্র রাইয়ান ২২ জুন, ২০২০, ১:৩৩ এএম says : 0
    বিষয় টা উনারা সরোজমিন এসে জানতে পারলো। কিন্তু এদেশে করোনা আসার আগেই আমরা জানতাম এমনটাই হবার কথা। বরং এতো অপ্রতুল ব্যবস্থাপনা স্বত্বেও রোগী ও মৃত্যুর সংখ্যা কম এটি নিঃসন্দেহে মহান রাব্বুল আলামীনের এদেশের মানুষের প্রতি দয়া ছাড়া আর কিছু-ই নাহ।
    Total Reply(0) Reply
  • Shahin Feni ২২ জুন, ২০২০, ১:৩৩ এএম says : 0
    বাংলাদেশের মানুষ নাকি করনা কে ভয় পায় না, আপনারা হতাশ হওয়ার কোন কারন নাই।
    Total Reply(0) Reply
  • Tanzeel Ahmed ২২ জুন, ২০২০, ১২:৪২ পিএম says : 0
    Whole Bangladesh need immediate lockdown. Otherwise it will be very dangerous for our country. So plz do the needfull as early as possible.
    Total Reply(0) Reply
  • Mr. Rashed ২২ জুন, ২০২০, ১২:৫৩ পিএম says : 0
    Lockdown De ..........................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ