Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিগগিরি চালু হচ্ছে বিদেশি ফ্লাইট ১৮৭ জন যাত্রী নিয়ে লন্ডন গেল বিমান

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনার কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর ফের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন রুটের ফ্লাইট শুরু করলো। ১৮৭ জন যাত্রী নিয়ে গতকাল রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করে। বেবিচক সূত্র জানায়, এমিরেটসসহ শিগগিরি আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ১৮৭ জন যাত্রী নিয়ে দুপুর ১২টা ২০ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। জানা গেছে, উড়োজাহাজটিতে ২৭১ আসন থাকলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বাস্থ্য বিধি মেনে ২৫ শতাংশ আসন খালি রেখে যাত্রী পরিবহন করা হচ্ছে। ১৬ জুন থেকে ফ্লাইট চালুর অনুমতি পেলেও বিমান গতকাল থেকে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট শুরু করলো।
১১ জুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি ও বেবিচকের নীতিমালা অনুসরণ করে ১৬ জুন থেকে সীমিত পরিসরে যুক্তরাজ্য ও কাতারে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু অনুমতি দেয়। প্রাথমিকভাবে ঢাকা-লন্ডন-ঢাকা যাত্রী পরিবহন করা যাবে। অন্যদিকে দোহা-ঢাকা-দোহা রুটে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করা যাবে।
অন্যদিকে, আন্তর্জাতিক রুটে আরও কয়েকটি ফ্লাইট শিগগিরি চালু হচ্ছে। অনুমতির অপেক্ষায় আছে আরও অন্তত তিনটি বিদেশি এয়ারলাইন্স। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে চায় মালিন্দো এয়ারওয়েজ। এই আবেদন জানিয়ে ইতোমধ্যে তারা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) একটি চিঠিও দিয়েছে। এ ব্যাপারে সার্বিক বিষয় ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বেবিচক। প্রতিষ্ঠানটি বলেছে, অনুমতি পেলে তারা ১ জুলাই থেকেই ফ্লাইট চলাচল শুরু করার জন্য প্রস্তুত। সার্বিক বিষয় ও পরিস্থিতি বিবেচনা করে তাদের অনুমতি দেয়া-না দেয়ার বিষয়ে আলোচনা চলছে। মালিন্দো এয়ার কুয়ালালামপুর হয়ে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশি যাত্রী বহন করে আসছে। বেবিচক সূত্র জানায়, তার্কিশ এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি গ্রহণের জন্য মৌখিকভাবে আশ্বস্ত করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে এখনো সিদ্ধান্ত হয়নি। বাকিদের বিষয় এখনো রিভিউ করা হচ্ছে। এছাড়া ফ্লাইট চলাচলের অনুমতি দেয়ার জন্য আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়। তবে যে কোনো দেশের এয়ারলাইন্সকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়ার আগে বাংলাদেশের ও বাংলাদেশের যাত্রীদের বেনিফিট অগ্রাধিকার পাবে। এদিকে, অনুমতি পেলেও এখনো ফ্লাইট চালানো শুরু করেনি এমিরেটস। অনুমতি ও ফ্লাইট চালানোর বিষয়ে এমিরেটস বাংলাদেশ কার্যালয় থেকে জানানো হয়, যথাসময়ে তারা ফ্লাইট সংক্রান্ত বিশদ তথ্য ঘোষণা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ