পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পতেঙ্গার অদূরে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে গতকাল রোববার দুর্ঘটনায় পণ্যসহ একটি লাইটার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিউ গোলাম রহমান নামে জাহাজটিকে দ্রুত তীরে নিয়ে আসায় বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে। নিরাপদ রয়েছেন নাবিকসহ শ্রমিকেরা। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, দুর্ঘটনার পর জাহাজটি চরে উঠিয়ে দেওয়ায় বন্দর চ্যানেলে পতেঙ্গার দিকে সাগরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।
জানা গেছে, জাহাজটিতে চট্টগ্রামের রুবি ফুড প্রোডাক্টসের ৯৪০ টন মটর ডাল রয়েছে। এসব মটর ডালের মূল্য ২ কোটি ৮২ লাখ টাকা। যশোরের নোয়াপাড়ায় নেওয়া হচ্ছিল এসব ডাল। তার আগে বর্হিনোঙ্গরে অপেক্ষমান বড়জাহাজ থেকে এসব পণ্য খালাস করা হয়।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে জাহাজটির মাস্টার আকতার রহমান জানান, ভোরে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট থেকে যশোরের উদ্দেশে রওনা হওয়ার দেড় ঘণ্টার মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে যায় জাহাজটির। এ সময় জাহাজের এক পাশ ভেঙে পানি ঢুকতে থাকে। এ অবস্থায় সর্বোচ্চ গতিতে জাহাজটি পতেঙ্গা সৈকতের দিকে চরে উঠিয়ে দেন তিনি। তা না হলে জাহাজটি ডুবে যেত। জাহাজে থাকা মটর ডাল পানিতে ভিজে গেছে। তবে জাহাজের ১৩ জন নাবিক-শ্রমিক নিরাপদে রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।