Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

মুজিববর্ষ উপলক্ষে কাপ্তাইয়ে নলকূপ ও মুরগি বিতরণ

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ১২:০১ এএম

মুজিববর্ষ উপলক্ষে কাপ্তাই উপজেলার ভাইবোনছড়া দুর্গম পাহাড়ি পল্লীতে অসহায় দুস্থ পরিবারের মাঝে রাঙ্গামাটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস বিশেষ প্রকল্প বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার আর্থিক সহযোগিতায় নলকূপ ও দেশি মুরগি বিতরণ করা হয়। 

গতকাল রোববার কতুবছড়িমোনপাড়া, বারুদগলা হেডম্যানপাড়া, ভাইবোনছড়া এসকল দুর্গম পাহাড়ি পল্লীর অসহায় লোকদের মাঝে টিউবওয়েল কার্যক্রম উদ্বোধন করেন, কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। এসময় উপস্থিত ছিলেন, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস এর পিসি প্রতিনিধি রবীন চন্দ্র চাকমা, পিও জ্ঞান প্রিয় চাকমা, ভাইবোনছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা কান্তি তনচংগ্যা প্রমুখ।
ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, পাহাড়ি অসহায় দুস্থদের দীর্ঘদিনের পানির সঙ্কট আর থাকবে না। ইতোমধ্যে পানির কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। পরে ৪৫টি পরিবারের মাঝে ৪টি করে দেশি মুরগি বিতরণ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ