Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে দেড়শ’র দ্বারপ্রান্তে করোনা আক্রান্ত!

বাড়ছে উপসর্গে মৃত্যু!

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ৮:১১ পিএম

চট্টগ্রামের রাউজানে নতুন করে আরও ১০ জন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তদের সংখ্যা দাঁড়াল ১৪৩। আজ রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য পাওয়া যায়। গত কয়েকদিনের পরিসংখ্যানে দেখা যায়, ২০ জুন ছিল আক্রান্তে সংখ্যা-১৩৩, ১৯ জুন ছিল- ১২২, ১৮ জুন-১১৮, ১৭ জুন ছিল শুণ্য, ১৬ জুন ছিল ১০১। পরিসংখ্যানে বুঝা যায় উপজেলায় প্রতিদিনই হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর আলম দীন জানান, উপজেলায় ২৮ জনের নমুনায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে আজ রোববার। গত ৩/৪ দিনে আক্রান্তের মধ্যে রয়েছে, পুলিশ কর্মকর্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা, রাজনৈতিক কর্মী, মাদ্রাসা শিক্ষক, স্বাস্থ্য কর্মকর্তা।
তিনি আরো বলেন, যাঁদের শরীরে করোনার উপসর্গ আছে, তাঁদের নমুনা সংগ্রহ কর প্রতিদিন ২০/২৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। উপজেলায় এ পর্যন্ত পাঁচশর অধিক নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে করোনায় আক্রান্ত ও করেনা উপসর্গ নিয়ে মারা গেছে রাউজান উপজেলা সমাজসেবা অফিসের উচ্চমান সহকারী শাহাজাহন সহ ১৯ জন। এর মধ্যে করোনা উপসর্গে গতকাল শনিবার একদিনেই মারাগেছেন এক গৃহবধুসহ তিন জন। তবে রাউজানে করোনা আক্রান্তের ১৪৩ জনের কেউ মারা যাননি বলে জানাগেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে। সুস্থ ও সুস্থের পথে রয়েছেন ২৫ জনের অধিক।
রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ বলেন, করেনা প্রতিরোধে রাউজান থানার পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে ১৪ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছে। করেনায় আক্রান্ত ১৪ জন পুলিশের মধ্যে ১জন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ৩ জন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, ৬ জন চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন হাসাপাতালে ও চার জন নিজবাসায় চিকিৎসা নিচ্ছেন। বাসায় আইসোশেলেশনে থাকা পুলিশ একটু সুস্থ হয়ে উঠেছে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ বলেন, উদ্বেগজনকভাবে করোনা সংক্রমিত ব্যক্তির সংখা বাড়তে থাকায় উপজেলার একটি হাসপাতালকে আইসোলেশন সেন্টার করা হচ্ছে। এখানে রোগীরা চিকিৎসা নিতে পারবেন।
উল্লেখ্য, গত সোমবার ২৬ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা ধরা পড়ে রাউজানে। এটি উপজেলায় এক দিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ছিল। ওই দিন সাতজন পুলিশ, একজন করে সাংবাদিক, স্বাস্থ্য সহকারী, সরকারি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকের পরিবারের সদস্যসহ ২০ জন আক্রান্ত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ