Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর আদায়ে চাপাচাপি করতে গিয়ে বদলী

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ৪:২৩ পিএম

নাটোরের সিংড়ায় আখি ফিলিংস্টেশনের ভূমি উন্নয়ন কর আদায় নিয়ে চাপাচাপি করতে গিয়ে জনৈক এক ব্যাংক কর্মকর্তা ও ইটালী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা তাজুল ইসলাম উর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী আবু সাইদ মিয়াকে চৌগ্রাম থেকে জেলার লালপুর বিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে বদলী করানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ইউনিয়ন ভূমি উপ-সহকারী আবু সাইদ মিয়া।
জানা যায়, উপজেলার জামতলীর আখি ফিলিংস্টেশনের অংশিদার দু’জন, এর মধ্যে আহসান হাবিব নামে একজন নিয়মিত বাণিজ্যক হারে ওই ফিলিংস্টেশনের খাজনা দিয়ে আসছেন। অপর অংশিদার মরহুম আশরাফ হোসেনের স্বজনরা গত ১০জুন চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে নামজারীর (খারিজ) জন্য খাজনার চেক নিতে গেলে চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী আবু সাইদ মিয়া বকেয়াসহ বাণিজ্য হারে ওই ফিলিংস্টেশনের খাজনা দাবি করেন। সেবাগ্রহীতা বাণিজ্য হারে খাজনা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে জনৈক এক ব্যাংক কর্মকর্তা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সাইদ মিয়ার বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। ওই অভিযোগের ভিত্তিতে গত ১৬ জুন আবু সাইদ মিয়াকে চৌগ্রাম ভূমি অফিস থেকে জেলার লালপুর বিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়। চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী আবু সাইদ মিয়া বলেন, করোনা সংক্রমণের ভেতরেও সরকারের ভূমি উন্নয়ন কর আদায়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি একজন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী। করোনাভাইরাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত উক্ত বদলীর আদেশ আপাতত স্থগিতের জন্য নাটোর জেলা প্রশাসকের কাছে লিখিত অনুরোধ করেছি।
তিনি আরও বলেন, জনৈক ব্যাংক কর্মকর্তা ও ইটালী ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা তাজুল ইসলাম উর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে আমাকে চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিস থেকে জেলার লালপুর বিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে বদলী করানো হয়েছে।দু’মাস সময় দিলে ওই ইউনিয়নের শতভাগ কর আদায় করতে পারবেন বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ