Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেই পুলিশ কর্মকর্তা বায়েজীদও করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ৪:০৫ পিএম

মহামারী করোনাভাইরাসের সংক্রমণের প্রথম থেকেই নিজেদের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের অকুতোভয় পুলিশ সদস্যরা। জাতীর ক্রান্তিলগ্নে পাশে দাঁড়িয়ে ভূষিত হয়েছেন সম্মুখ যোদ্ধা হিসেবে। তেমনি এক অকুতোভয় পুলিশ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার মো. বায়েজীদুর রহমান। করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দিন-রাত সেবা ও দেখভাল করতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছেন প্রাণঘাতি এই ভাইরাসে।

সহকারি পুলিশ কমিশনার মো. বায়েজীদুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ইন্টেলিজেন্স অ্যান্ড এনালাইসিস বিভাগে কর্মরত আছেন। বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন স্বপ্রণোদিত এই পুলিশ কর্মকর্তা।

একক পেশা হিসেবে বাংলাদেশ পুলিশের সর্বাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সদস্যরা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং হাসপাতালের অধীনে বিভিন্ন রূপান্তরিত অস্থায়ী হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন। বায়েজীদুর রহমান রাজারবাগ সংলগ্ন ট্রাফিক পূর্ব বিভাগের ব্যারাকে রূপান্তরিত অস্থায়ী হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখভালের দায়িত্বে ছিলেন।

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সাথে ঈদ উদযাপনের তার দেয়া একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল। সেদিন তিনি সাধারণ মানুষের কাছে অকুতোভয় পুলিশ অফিসার হিসেবে নিজের পরিচিতি লাভ করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ