Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভার্চুয়াল আদালতে ৩৯ হাজার জামিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১২:০২ এএম

করোনাকালীন ২৫ কার্যদিবসে ৩৯ হাজার ২০২ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। গত ১১ মে থেকে ১৮ জুন পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ভার্চুয়াল আদালতে এসব জামিন মঞ্জুর হয়। জামিনের আবেদন জমা পড়ে ৭৩ হাজার ১১৬টি। শুনানি শেষে আদালত উপরোক্ত সংখ্যক জামিন মঞ্জুর করেন।

গতকাল এ তথ্য জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান। তিনি জানান, গত ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত দেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১২ হাজার ৬৯৭টি জামিন-আবেদন নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৬ হাজার ৪৭ আসামির জামিন মঞ্জুর করা হয়। এছাড়া ১১ মে থেকে ১৮ জুন পর্যন্ত মোট ২৫ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালতের ভার্চুয়াল শুনানিতে ৭৩ হাজার ১১৬টি জামিন দরখাস্ত নিষ্পত্তি করে ৩৯ হাজার ২০২ আসামির জামিন মঞ্জুর করা হয়। এসময়ে জামিন পাওয়া শিশুর সংখ্যা ৫৩৬। এর মধ্যে ৪৭১ শিশুকে তাদের অভিভাবকের হেফাজতে ছেড়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। সে অনুসারে জামিন আবেদন ও এ সংক্রান্ত দরখাস্তের শুনানি নিয়ে অধস্তন আদালতে জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি শুরু হয়। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে উদ্ভ‚ত পরিস্থিতে সাধারণ ছুটিতে আদালত বন্ধ রেখে গত ২৬ এপ্রিল ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয়া হয়। এ জন্য সুপ্রিম কোর্টের রুলস কমিটি পুনরায় গঠন এবং ভার্চুয়াল কোর্ট চালু করার জন্য প্রয়োজনীয় আইনগত প্রতিবন্ধকতা দূর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ