Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জের খানপুর করোনা হাসপাতালে আজ থেকে হচ্ছে না নমুনা সংগ্রহ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৮:০০ পিএম

নারায়ণগঞ্জের খানপুর করোনা হাসপাতালে কিট সংকটের কারণে বন্ধ রাখা হয়েছে নমুনা সংগ্রহ কার্যক্রম। নতুন কিট না এলে শনিবার (২০ জুন) থেকে আর নমুনা সংগ্রহ করা হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়।
গৌতম রায় বলেন, হাসপাতালে গত ৩ দিন ধরেই কিটের স্বল্পতা ছিল। এ জন্য আমরা কম নমুনা সংগ্রহ করছিলাম। এখন আর নমুনা সংগ্রহ করবো না, নমুনা সংগ্রহ করে ফেলে রেখে তো লাভ নেই। কিটের অভাবে আমরা আর পরীক্ষা করতে পারছি না। এ অবস্থায় শুধু নমুনা জমলে আমাদের ওপর চাপ পড়ে।
কবে নাগাদ কিট আসবে জানতে চাইলে তিনি বলেন, আজও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। কিট যে কোনো সময় চলে আসবে বলে আশা করছি। না আসা পর্যন্ত আপাতত আমরা নতুন নমুনা সংগ্রহ করছি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ