Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বন্যার আশংকা বেড়েছে সুরমা কুশিয়ারার পানির বৃদ্ধির কারনে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুন, ২০২০, ৭:৪৪ পিএম

সিলেটে সুরমা ও কুশিয়ারার পানি সবকটা পয়েন্টে বিপদসীমা কাছাকাছি। কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ইতোমধ্যে অতিক্রম করছে বিপদসীমা। এদিকে বৃষ্টিপাত রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেখা দিয়েছে বন্যার আশঙ্কাও। পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয় সূত্র জানায়, শনিবার পর্যন্ত কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার .০২ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপদসীমা ৯.০৪ সেন্টিমিটার। এ নদীর পানি অমলসীদ পয়েন্টে ১৩.৫৭ সে: মি ও শেরপুর পয়েন্টে ৭.৬০ সে:মি, শেওলা পয়েন্টে ১১.০৫ সে:মি দিয়ে প্রবাহিত হচ্ছে। এ তিন পয়েন্টে বিপদসীমা যথাক্রমে ১৫.৪০, ৮.৫৫ ও ১৩.০৫ সে:মি। সুরমা নদীর অমলসীদ পয়েন্টে ১১.৬৫ সে:মি ও সিলেট ৯ সে:মি দিয়ে প্রবাহিত হচ্ছে। এই দুই পয়েন্টে বিপদসীমা যথাক্রমে ১২.৭৫ ও ১০.৮০ সে:মি। বিপদসীমা কাছাকাছি লোভা এবং সারি নদীর পানিও। শুক্রবারও একই পরিস্থিতি ছিল বিদ্যমান। এছাড়াও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ হতে পারে বৃষ্টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ